নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট প্রডাক্ট অ্যাসোসিয়েট’ পদে নিয়োগ দেবে। নির্বাচিত প্রার্থীকে পাবনা ও কালিয়াকৈরে নিয়োগ দেওয়া হবে। পদের নাম অ্যাসিস্ট্যান্ট প্রডাক্ট অ্যাসোসিয়েট। পদসংখ্যা যোগ্যতা ভিত্তিক প্রয়োজনীয় সংখ্যক প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা যেকোনো স্বীকৃত পলিটেকনিক প্রতিষ্ঠান থেকে ফার্মেসিতে ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীর মাইক্রোসফট অফিসে দক্ষতা প্রয়োজন। প্রার্থীর আবেদনের বয়সসীমা অনূর্ধ্ব ২৮ বছর। বেতন/ভাতা পদটির জন্য বেতন ১৫,০০০ টাকা। আবেদনের প্রক্রিয়া প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত পাঠাতে হবে এই ঠিকানায়। ঠিকানা :জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার সেন্টরা, ৪৮ মহাখালী সি.এ, ঢাকা-১২১২ আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা আগামী ৭ এপ্রিল, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র : বিডিজবস