প্রস্তুতি Md rezaul karim, লেকচারার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১) সংবিধান ও ভোকাভুলারি শব্দ করে পড়ুন যাতে নিজে শুনতে পান। এতে ব্রেন স্থায়ীভাবে পড়া ধরে রাখবে, সহজে ভুলে যাবেন না। ২) শুয়ে বা বাকা-ত্যাড়া হয়ে বেশিক্ষণ পড়বেন না, এতে শারীরিক চাপ সৃষ্ট হবে,যা আপনার মাঝে আলস্যতা,ঘুম দেখা দিবে। ৩) চেয়ার- টেবিলে বসে পড়ুন। হাতের কাছে খাতা ও কলম রাখুন। পড়ার সময় গুরুত্বপূর্ণ শব্দ খাতায় লিখুন। এতে আপনার একুরেসি(accuracy) বাড়বে, সেই সাথে স্মরণশক্তিও| ৪) রাত জেগে পড়বেন না, ১২ টার মধ্যে ঘুমিয়ে পড়ুন। ৭/৮ ঘন্টা ঘুমিয়ে সকালে উঠুন। এতে আপনি সুস্থবোধ করবেন ও আগ্রহ নিয়ে বেশি সময় পড়তে পারবেন। [ fb/BDCareerGuide ] ৫) ১/২ ঘন্টা পর পর অল্প পানি খান, ২/৩ ঘন্টা পর হাল্কা খাবার ফল মুল খান। এতে স্ট্যামিনা বজায় থাকবে। ৬) দিনে ১ ঘন্টার বেশি ফেসবুকে থাকবেন না। মোবাইলে পড়ার চেয়ে বই পড়ুন কাজে লাগবে। টিভি বা ফেসবুক চালু রেখে পড়বেন না,এতে শুধুই সময় ব্যয় হবে। ৭) নতুন করে কিছু পড়বেন না একেবারে বাদ না পড়ে গেলে। পুরনো গুলো রিভিশন করুন রুটিন মাফিক। ৮) একদিনে ৪ টার বেশি সাবজেক্ট পড়বেন না। আবার ১টি বিষয...