আবেদন পাঠানোর শেষ তারিখ ৬ মে, ২০১৯ পর্যন্ত
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ, মেডিকেল অ্যাফেয়ার্স’ পদে নিয়োগ দেবে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
এক্সিকিউটিভ, মেডিকেল অ্যাফেয়ার্স
যোগ্যতা
যেকোনো স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর কম্পিউটারের ওপর সাধারণ জ্ঞান ও উপস্থাপন দক্ষতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন-ভাতা
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত পাঠাতে হবে (career@skf.transcombd.com) এই ঠিকানায়। তবে বিষয়ে পদের নাম ‘এক্সিকিউটিভ, মেডিকেল অ্যাফেয়ার্স’ অবশ্যই উল্লেখ করতে হবে।
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vPiNR1j85tg4POldBHrCJ-YPKsmlGVN04XkDcj3ZnS5Q680solopDt1dEiAa9Z3rp-nBa5eDuGn-ghCtxds9x_5LJF7ubZlaTfFaPOZMaD8cLMXn90QFG4CuU=s0-d)
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ, মেডিকেল অ্যাফেয়ার্স’ পদে নিয়োগ দেবে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
এক্সিকিউটিভ, মেডিকেল অ্যাফেয়ার্স
যোগ্যতা
যেকোনো স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর কম্পিউটারের ওপর সাধারণ জ্ঞান ও উপস্থাপন দক্ষতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন-ভাতা
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত পাঠাতে হবে (career@skf.transcombd.com) এই ঠিকানায়। তবে বিষয়ে পদের নাম ‘এক্সিকিউটিভ, মেডিকেল অ্যাফেয়ার্স’ অবশ্যই উল্লেখ করতে হবে।