১. এডভান্স মেনু বাটনে অনেকগুলো প্রয়োজনীয় অপশন পাবেন এবং আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করুন।
২. এজ ক্যালকুলেটর বাটনের সাহায্যে খুব সহজে আপনি আপনার বয়স নির্ণয় করতে পারবেন।
৩. প্রয়োজনীয় তথ্য বাটনে আপনি এপটি সম্পর্কে দরকারি তথ্য পাবেন।
৪. ফেভারিট লিস্ট বাটনে আপনার পছন্দের ( ফেভারিট লিস্টে যে সার্কুলারগুলো যোগ করবেন ) সার্কুলারগুলো পাবেন।
৫. জরুরী কিছু কথা বক্সে আপনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন। যা প্রয়োজন অনুসারে আপডেট করা হয়ে থাকে। যেখানে আপনার আঙ্গুলের আলতো ছোঁয়ার উপড়-নিচ করে পুরো লেখা পড়তে পারবেন।
৬. সরকারি বাটনে মূলত বিভিন্ন সরকারি ও স্বায়ত্বশাসিত এবং সরকারি প্রকল্পগুলোর সার্কুলার পাবেন।
৭. বেসরকারি বাটনে বিভিন্ন বেসরকারি সার্কুলারগুলো পাবেন। যেমন, বেসরকারি স্কুল, কলেজ, বেসরকারি ব্যাংক, বীমা, এনজিও, ফ্যাক্টরি সমূহ, কোম্পানি সমূহ এবং আর্থিক বা অনার্থিক প্রতিষ্ঠান।
৮. সকল বাটনটিতে সরকারি, বেসরকারি, পরীক্ষা ও ফলাফল, মেয়াদ শেষের দিকে, পড়ালেখা এবং মেয়াদ শেষ সবই পাবেন।
৯. পরীক্ষা ও ফলাফল : এখানে পরীক্ষা ও ফলাফল সংক্রান্ত নিউজ পাবেন। এমনকি কিছু কিছু ফলাফলও পেতে পারেন।
১০. মেয়াদ শেষের দিকে: এখানে আগামী তিন দিনে মেয়াদ শেষ হতে যাচ্ছে এমন সার্কুলার গুলো এক নজরে দেখতে পারবেন।
১১. মেয়াদ শেষ: মেয়াদ শেষ হওয়া সার্কুলার গুলো পাবেন।
১২. পড়ালেখা: এখানে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত চাকরি বা পরীক্ষার প্রস্তুতিমূলক কিছু পড়ালেখা পাবেন।
১৩. ৫ স্টার দিন / আপডেট চেক: এখানে এপটির প্লে-স্টোর এর লিংক দেওয়া আছে। এপটি ভালো লাগলে ৫ স্টার রেটিং দিয়ে আমাদের সহযোগীতা করুন। এই লিংক থেকে এপটি আপডেট দিতেও পারবেন। কোনো ধরণের সমস্যা মনে হলে এডভান্স মেনুর যোগাযোগ অপশন ব্যবহার করে আমাদের জানান।
১৪. নোটিফিকেশন সেটিং অপশন ব্যবহার করে আপনি আপনার অপ্রয়োজনীয় নোটিফিকেশন অফ রাখতে পারবেন। এবং সকল নোটিফিকেশন অন রেখেও আমাদের পাঠানো নোটিফিকেশনের সাউন্ড অফ রাখতে পারবেন।
১৫. জরুরী প্রয়োজনে বাটনটি বিশেষ প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। অন্যথায় এ বাটনটি ব্যবহার করার দরকার নাই।
১৬. CLOSE APP : এখানে ক্লিক করে এপটি বন্ধ করতে পারবেন।