আবেদনের শেষ তারিখঃ 23-05-2019 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল রিপ্রেজেন্টেটিভ’ পদে নিয়োগ দেবে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। পদের নাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদসংখ্যা এই পদে মোট ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর এক থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম ২৫ থেকে অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। বেতন -ভাতা বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের নিচে উল্লিখিত ঠিকানায় নির্দিষ্ট তারিখে সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও অন্যান্য প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে নিয়ে মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে। ঠিকানা : জেসন ফার্মাসিউটিক্যালস, করপোরেট অফিস (২৩২-২৩৪), তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, গুলশাল লিংক রোড, ঢাকা-১২০৮। মৌখিক পরীক্ষার সময়সূচি প্রার্থীদের আগামী ২৯ এপ্রিল থেকে ৯ মে, ২০১৯ পর্যন্ত সময়ে নির্দিষ্ট ঠিকানায় সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে উপস্থিত হতে হবে (ছুটির দিন ...